আড়াই দিনেই হেরে গেলো বাংলাদেশ!
বৃষ্টিতে ম্যাচের প্রথম দুদিন কোন খেলাই হয়নি। তৃতীয়দিনের সকালে টস হয়। ম্যাচ শুরু হয়। অথচ সেই ম্যাচও বাংলাদেশ হেরে গেলো বিশাল ব্যবধানে। তখনো ম্যাচের শেষদিনের দুই সেশন খেলা বাকি। পাঁচদিনের ম্যাচের দুদিন খেলাই হলো না। অথচ দুই ইনিংসের যোগফল মিলিয়ে বাংলাদেশ ব্যাটিং করলো মাত্র ১১৭ ওভার। একটু জানিয়ে দেই, একদিনে ৯০ ওভার ধরলে বাংলাদেশ এই টেস্টে ব্যাটিং করলো সোয়া একদিন! আর সময়ের যোগ-বিয়োগ বলছে বাংলাদেশ এই ম্যাচ হেরেছে আড়াই দিনেরও কম সময়ের মধ্যে!